
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ধর্ষণ, নারীদের সহিংসতা, নিপীড়ন, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় সরিষাবাড়ী অনার্স কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণ সড়কে শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অধ্যাপক শিপন, সরিষাবাড়ী অনার্স কলেজের সহযোগী অধ্যাপক আমিমূল এহসান শাহীন, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যু, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আলিফ, শহর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম সবুজ, সদস্য সচিব মানিক মিয়া ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিনহাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।