Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২

January 19, 2025 06:38:03 AM   উপজেলা প্রতিনিধি
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১২

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বর ও যুবদল নেতা হাসান আশরাফের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে নকুলহাটি বাজারে নাসিরের সমর্থক রাজুকে মারধর করেন হাসান আশরাফের সমর্থকরা। এই ঘটনার জেরে শনিবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। সন্ধ্যায় নকুলহাটি বাজারে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে।

বিএনপি নেতা নাসির মাতুব্বর বলেন, “কোনো কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করা হয়েছে। এর প্রতিবাদেই আজকের ঘটনা ঘটেছে।”

অন্যদিকে যুবদল নেতা হাসান আশরাফ বলেন, “আমি এলাকায় ছিলাম না, বিএনপি নেত্রী শামা ওবায়েদ আপার সঙ্গে ছিলাম। তবে আমার লোকজনের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি।”

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”