Date: February 12, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় বসতঘরে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সালথায় বসতঘরে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

February 08, 2025 06:26:51 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় বসতঘরে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় শিশুদের খেলার সময় অগ্নিকাণ্ডে ৭টি বসতঘরসহ মোট ১১টি ঘর ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ৫টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া মৃধাপাড়া এলাকায় মোল্লা বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের পর আহম্মদ মোল্যার ঘরের পাশে শিশুরা ম্যাচ লাইট দিয়ে আগুন নিয়ে খেলছিল। সেখান থেকেই আহম্মদ মোল্যার ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা ফায়ার স্টেশনের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ধান, পাট, চাল, ফসল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ গৃহস্থালির সব কিছুই পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন- আলেম মোল্যার পুত্র ইব্রাহিম মোল্যা (১টি ঘর), মোস্তফা মোল্যা (৩টি ঘর), আহম্মদ মোল্যা (৪টি ঘর), মৃত সাইদ মোল্যার পুত্র আমিনুর মোল্যা (২টি ঘর) এবং চান মোল্যার ছেলে মহিদ্দিন মোল্যা (১টি ঘর)। এদের মধ্যে ৭টি ছিলো বসতঘর।

স্থানীয় সাইফুল ইসলাম জানান, আহম্মদ মোল্যার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে ৫-৬টি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে এবং খাদ্য সংকটে রয়েছে। অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সালথা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহমেদ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। সব ঘরই টিনের ছিল। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাস্তার সমস্যার কারণে আমাদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে।”