Date: February 05, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সালথায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

February 04, 2025 02:08:11 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৫৩তম শীতকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সালথা সরকারি কলেজ মাঠে দুই দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছু রহমান বালী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শওকত আকবরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে অনুষ্ঠিত শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতা বুধবার বিকাল ৩টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে।