Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / সাকিবদের কোচ হলেন তাইবু

সাকিবদের কোচ হলেন তাইবু

November 12, 2022 06:58:16 PM   ক্রীড়া প্রতিবেদক
সাকিবদের কোচ হলেন তাইবু

জিম্বাবুয়ের সাবেক খেলোয়াড় তাতেন্দা তাইবু সাকিবদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন । টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের সহকারী কোচ হয়েছেন জিম্বাবুয়ের এই লিজেন্ড। যে দলে আছে সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানসহ কয়েকজন বাংলাদেশের ক্রিকেটার।

বাংলা টাইগার্স ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘জিম্বাবুয়ের একজন কিংবদন্তি যিনি এক যুগ ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। তিনি এখন একজন টাইগার। আমরা তাইবুকে টি-টেন লিগে বাংলা টাইগার্সের ৬ষ্ঠ মৌসুমের সহকারী কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’

এক সময় সাকিব আল হাসানের বিপক্ষে খেলেছেন অনেক ম্যাচ। সেই তাইবুই এবার বাংলা টাইগার্সের কোচ নিযুক্ত হয়েছেন। বাংলাদেশি মালিকানাধীন এই দলটির প্রধান কোচের দায়িত্ব রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়া মেন্টরের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। 

টি-টেন লিগের ষষ্ঠ আসরের জন্য গেল সেপ্টেম্বরে নিলাম অনুষ্ঠিত হয়েছিল আবুধাবিতে। সেই ড্রাফট থেকে বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে ভিড়িয়েছিল বাংলা টাইগার্স। এছাড়াও এই দলে রয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।