![সিনেমা মুক্তির আগেই হজে যাচ্ছেন নায়িকা](/storage/news/02-nishat.jpg)
বিনোদন ডেস্ক:
পবিত্র হজ পালনের জন্য গতকাল বুধবার পরিবারের সঙ্গে সৌদি আরবের উদ্দেশে যাত্রা শুরু করছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া। হজ পালন প্রসঙ্গে সালওয়া জানিয়েছেন, ‘আমার মা-বাবা এবার হজে যাচ্ছে। সঙ্গে আমিও যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন ভালোভাবে হজ সম্পন্ন করে ফিরে আসতে পারি।’ এরই মধ্যে নিশাত নাওয়ার সালওয়া বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সে তালিকায় রয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, কিংবদন্তি প্রয়াত অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’। এ ছাড়া অভিনয় করেছেন ‘বীরত্ব’ ও ‘বুবুজান’ সিনেমা। সিনেমাগুলো এখন আছে মুক্তির অপেক্ষায়। সিনেমা মুক্তির আগে নায়িকা হজে যাচ্ছেন, তাহলে কি অভিনয় ছাড়ছেন? এমন প্রশ্নে সালওয়ার জবাব, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা, সেটা তো আমাকে করতেই হবে।’