Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

November 12, 2022 11:11:53 PM   জেলা প্রতিনিধি
সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাহাদাত রাসেল চৌধুরী:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সোনাইমুড়ী এবং চাটখিল উপজেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১০০৯ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। জানা যায়, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সরকারি রেজিস্ট্রেশনপ্রাপ্ত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর্ত মানবতার সেবায় নিয়োজিত এই সামাজিক সংস্থা  সমাজের গরীব, অসহায়, অবহেলিত এবং আশ্রয়হীন মানুষের জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এই বৃত্তি পরীক্ষার।
আয়োজকরা জানান, মেধাবী ছাত্র-ছাত্রীদের উৎস উদ্দীপনা দেওয়ার মাধ্যমে সৎ, যোগ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করা এই পরীক্ষার উদ্দেশ্য। সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন পরীক্ষার কেন্দ্র পর্যবেক্ষণ করেন এবং এমন উদ্যোগ গ্রহণের জন্য ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সোনাইমুড়ী উপজেলার  সকল শিল্পপতিদের এমন মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অপরদিকে একইদিন ফাউন্ডেশনের স্থানীয় অফিস দেওয়াটি বাজারে ৪০ জন গরীব অসহায় মানুষের মধ্যে অর্থ সহায়তায় হিসেবে চেক প্রদান করা হয় এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ সহযোগিতা করা হয়। দেশের সকল জেলার গরীব অসহায় নিয়ে কাজ করাসহ আন্তর্জাতিকভাবে কাজ করার পরিকল্পনার কথা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।