Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / হঠাৎ কী হলো অভিনেত্রীর উর্বশী হাসপাতালে?

হঠাৎ কী হলো অভিনেত্রীর উর্বশী হাসপাতালে?

January 06, 2024 09:15:47 AM   বিনোদন প্রতিবেদক
হঠাৎ কী হলো অভিনেত্রীর উর্বশী হাসপাতালে?

বিনোদন প্রতিবেদক:

‘কসৌটি জিন্দেগি কি’ খ্যাত অভিনেত্রী উর্বশী ঢোলাকিয়ার গলায় ব্যান্ডেজ, শুয়ে আছেন হাসপাতালের বিছানায়! ছবি দেখেই বোঝা যাচ্ছে তার গলায় অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ উর্বশীর এমন ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশ্ন—হঠাৎ কী হলো অভিনেত্রীর?

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সম্প্রতি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন উর্বশী। সেই যাত্রায় রক্ষা পেলেও এ বার তার সামনে নতুন বিপদ! উর্বশী সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন কারণ, মূলত তার ঘাড়ে একটি টিউমার ধরা পড়ে গত বছর। অবশেষে সেটিরই অস্ত্রোপচার করিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লিখেন, গত বছর ডিসেম্বর মাসে আমার ঘাড়ে একটি সিস্ট ধরা পড়ে। সেটির অস্ত্রোপচার করলাম। আমি এখন ভালো আছি, আপাতত ১৫-২০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

উর্বশী ‘কসৌটি জিন্দেগি কি’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। একতা কপুরের ‘নাগিন ৬’-এ অভিনয় করার পর সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন এ অভিনেত্রী।