Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / প্রযুক্তি / হ্যাকারদের নকল লিংক চেনার উপায়

হ্যাকারদের নকল লিংক চেনার উপায়

August 22, 2023 12:13:20 PM   প্রযুক্তি ডেস্ক
হ্যাকারদের নকল লিংক চেনার উপায়

প্রযুক্তি ডেস্ক:

বর্তমানে কমবেশি সবাই স্মার্টফোন এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছেন। এতে না বুঝে প্রায়ই হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। হ্যাকাররা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং। বিভিন্ন ব্যাংক, ফেসবুক,ইন্সটাগ্রাম, জি-মেইল, বিভিন্ন সংস্থার লগইন পেইজ এর মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠায়। সেসব ওয়েবসাইটে ঢুকলেই ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ম্যাওয়্যার ঢুকে যাচ্ছে। যার মাধ্যমে সেসব ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে হ্যাকাররা।

অনেক সময় হয়তো খেয়াল করেছেন নামিদামি কোনো সংস্থা, ব্র্যান্ড বা সাইট থেকে আপনার কাছে মেসেজ বা ই-মেইল আসছে। বিভিন্ন অফারের কথা জানানো হচ্ছে এবং সেসব সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা সেখানে জয়েন হতে লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। আপনার কাছে এটি আসল মনে হলেও আসলে এগুলো হ্যাকারদের প্রতারণার ফাঁদ।