Date: January 11, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন চলছে

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন চলছে

March 11, 2023 07:22:07 PM   নিজস্ব প্রতিবেদক
হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় কর্মী সম্মেলন চলছে

রাজধানীতে হেযবুত তওহীদের ঢাকা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উন্নয়ন অব্যাহত রাখতে ও উগ্রবাদ মোকাবেলায় করণীয়’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।

11-1.jpg

তিনি বলেন, যারা আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে, অপপ্রচার করছে তাদেরকে আইনের আওতায় আনুন। বর্তমানে দেখা যাচ্ছে, হঠাৎ কোনো এক জুমার দিন জুম্মার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি একত্রিত হয়ে নির্দিষ্ট কোন ফেরকা বা তরিকার মানুষের উপরে হামলা করছে। বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সেখানে সাধারণ মানুষ হতাহত হচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনী হতাহত হচ্ছেন, রাষ্ট্রের সম্পদ ও অর্থের অপচয় হচ্ছে এবং আন্তর্জাতিক মহলের রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে একটি নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। এসব ঘটনার একদিনে হয়নি বরং একটি নির্দিষ্ট শ্রেণি বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে পরিকল্পিতভাবে হ্যান্ডবিল রচনা করে, বই রচনা, অপপ্রচারমূলক বক্তব্য দিয়ে, কথা টুইস্ট করে কোর’আন হাদিসের কথা বলে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দিতে থাকে। উস্কানি দিতে দিতে তারা একটি প্রেক্ষাপট রচনা করে। নির্দিষ্ট দিন-তারিখ ঠিক করে, কারা হামলা করবে, কারা উস্কানি দিবে, কারা কি করবে, সব ঠিকঠাক করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনা কি ঘটবে তারা তা আগে থেকেই জানে এবং তারা সেভাবেই বিবৃতি দিতে থাকে। পরের দিন আবার পরিকল্পনামাফিক সমাবেশ হয় এবং সেখানে তারা হেলিকপ্টারে করে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং নিজেদেরকে ইসলামের কর্তৃপক্ষ, ঈমানদার, আল্লাহর প্রাইভেট সেক্রেটারি, নায়েবের নবী, তারা না থাকে ইসলাম থাকবে না এই ধরনের একটি ভাবমূর্তি জনগণের সামনে প্রকাশ করে।

তিনি আরো বলেন, কোন রাষ্ট্রের জন্য এই ধরনের লক্ষণ ভালো নয়। কোন রাষ্ট্রে এ ধরনের কার্যক্রম চললে সেই রাষ্ট্র বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হতে পারে না এবং একদিন ধীরে ধীরে রাষ্ট্রের অস্তিত্ব থাকে না, সভ্যতা ধ্বংস হয়ে যায়। অতীতের সভ্যতা গুলো এভাবে ধ্বংস হয়েছে।

সকাল ৯টায় অনুষ্ঠান শুরুর পর একে একে হেযবুত তওহীদের বিভাগীয় আমিরগণ শুভেচ্ছা বক্তব্য দেন। তাদের বক্তব্যে হেযবুত তওহীদের সুদীর্ঘ পথচলার বিপ্লবী ঘটনাপ্রবাহ, ধর্মব্যবসায়ী শ্রেণি কর্তৃক হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও জবাব, অনলাইন-অফলাইনে হেযবুত তওহীদের বিরুদ্ধে হুমকির প্রতিবাদ এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদের স্বর উঠে আসে। পরে সভাপতির বক্তব্যে হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ শোকপ্রস্তাব উপস্থাপন করেন।