খেলারপত্র ডেস্ক:
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার বিশ্বকাপ বিরতি শেষে মাঠে নেমেই পরাজয়ের স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেলেসাওদের ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্নযাত্রার রেশ ধরে রাখলো চমক দেখানো মরক্কো।
সেলেসাও ও দ্য অ্যাটলাস লায়ন্সদের মধ্যকার ম্যাচটি প্রীতি ম্যাচ হলেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে পুরো ম্যাচটি। ম্যাচে মাঝেমধ্যেই তর্কে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। এমনকি রেফারির সঙ্গেও তর্কে জড়িয়েছেন সেলেসাওদের অধিনায়ক ক্যাসেমিরো। আর এ জন্য ম্যাচ শেষে হারের দায়ও রেফারির ওপর চাপিয়েছেন রদ্রিগো-ক্যাসেমিরোরা।
তানজাহ’র ইবনে বতুতা স্টেডিয়ামে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা উপভোগ করেন ৬৫ হাজার দর্শক। ম্যাচের ২৯তম মিনিটে সেলেসাওদের অবাক করে এল খানুসির পাস থেকে দ্য অ্যাটলাস লায়ন্সদের লিড এনে দেন সুফিয়ান বুফাল। তবে ম্যাচের ৬৭তম মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান ক্যাসেমিরো। কিন্তু ম্যাচের ৭৯তম মিনিটে আবদেল হামিদ সাবিরির গোলে ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো জয় পায় কাতার বিশ্বকাপে চমক দেখানো দলটি।
ম্যাচ শেষে নিজেদের হারের কারণ হিসেবে ব্রাজিল অধিনায়ক ক্যাসেমিরো রেফারিকেই দুষলেন। তার দাবি, এদিন ব্রাজিলের কাঙ্ক্ষিত জয় না পাওয়ার দায় রেফারির। ক্যাসেমিরো ভাষ্য, সবার প্রতি সম্মান রেখেই বলছি, যদিও ব্রাজিল কখনও এ বিষয়ে অভিযোগ করে না, এরপরও সবচেয়ে বড় সমস্যার কথা বললে, সেটি ছিল রেফারি।
তবে ক্যাসেমিরো একাই না, তার সঙ্গে তাল মেলালেন রদ্রিগো। তারও দাবি, আমি রেফারি নিয়ে কথা বলতে পছন্দ করি না। তবে রেফারিং খুব ঝামেলাপূর্ণ ছিল। রেফারি ম্যাচের গতি নষ্ট করেছে। আমি কোনো অজুহাত দিচ্ছি না। আমরা নিজেদের দায়ও নিচ্ছি।
ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণাত্মক মিডফিল্ডার ক্যাসেমিরো জানান, আপনি যখন ব্রাজিল দলের কথা বলবেন, তখন আপনাকে অবশ্য জয়ের চিন্তাই করতে হবে। আর আমরা অসাধারণ একটি দলের বিপক্ষে খেলেছি। যারা নিজেদের খেলা পরিকল্পনা সম্পর্কে জানে এবং তাদের কোচও লম্বা সময় ধরে সঙ্গে আছে। আর তাদের খেলোয়াড়েরাও লম্বা সময় ধরে শীর্ষ স্তরের ফুটবল খেলে আসছে।