Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / হরতালের দিন পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

হরতালের দিন পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

October 29, 2023 09:56:35 AM   স্টাফ রিপোর্টার
হরতালের দিন পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

স্টাফ রিপোর্টার:

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন আজ রোববার (২৯ অক্টোবর) দেশের পুঁজিবাজারে সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন হয়েছে। দাম বাড়ার বিপরীতে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ফলে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে দশমিক ৬ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, রোববার ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের ৬ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৮১৪টি শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইতে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৯১টি কোম্পানির শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে ১৫০টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৬০ পয়েন্ট কমে ৬ হাজার ২৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৫১পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল জেমিনি সি ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল ফুয়াং ফুডের শেয়ার। তৃতীয় অবস্থানে ছিল রয়েল টিউলিপ সি পার্ল এর শেয়ার। এরপর যথাক্রমে ছিল সমরিতা হাসপাতাল, সোনালী আঁশ, ডেল্টা লাইফ, এমারেল্ড অয়েল, ইস্টার্ন হাউজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

অন্যদিকে, সিএসইর প্রধান সূচক ৫ দশমিক ৩৬পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯২ পয়েন্টে। সিএসইতে ১২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

দিন শেষে সিএসইতে ৬২৩ কোটি ৫ লাখ ১৫ হাজার ৬৯৯ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ২৯ লাখ ৬৩ হাজার ২০২ টাকার শেয়ার ।