Date: December 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

October 03, 2024 11:41:59 AM   জেলা প্রতিনিধি
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ভারতে গান্ধীজয়ন্তী উৎসব উপলক্ষ্যে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে আগে থেকেই মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, গতকাল বুধবার ভারতে গান্ধীজয়ন্তী দিবস পালিত হয়। এই উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি ছিল। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এক দিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধীজয়ন্তী দিবস উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে।