Date: May 18, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / হলান্ডেই ডুবলো দল, তবুও তাকে নিয়ে খুশি লাইপজিগ কোচ!

হলান্ডেই ডুবলো দল, তবুও তাকে নিয়ে খুশি লাইপজিগ কোচ!

March 15, 2023 09:27:21 PM   ডেস্ক রিপোর্ট
হলান্ডেই ডুবলো দল, তবুও তাকে নিয়ে খুশি লাইপজিগ কোচ!

খেলারপত্র ডেস্ক:
প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসায় এমন পঞ্চমুখ হতে সচরাচর কাউকে দেখা যায় না। কিন্তু মাঠের লড়াইয়ের আগে-পরে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের স্তুতিতে মাতলেন লাইপজিগ কোচ মার্কো রোসা। বিষয়টি বিস্ময়কর এ কারণে যে, ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে সিটির বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাইপজিগ। এর মধ্যে পাঁচটি গোলই হলান্ডের করা! দুই দলের প্রথম লেগ হয়েছিল ১-১ ড্র। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের অগ্রগামিতায় শেষ আটে পা রেখেছে সিটি। ছিটকে গেছে লাইপজিগ। ফিরতি লেগের আগে একটু-আধটু সমালোচনার মুখে থাকা হলান্ডের সামর্থ্যরে প্রশংসা করেছিলেন রোসা। ‘সিটির প্রয়োজন না থাকলে তাকে আমার কাছে পাঠিয়ে দাও’, বলেছিলেন এমন কথাও। অহেতুক সমালোচনার জবাব দুর্দান্ত পারফরম্যান্সে দিয়েছেন হলান্ড। পাঁচ গোল করে রেকর্ডে একাধিক পাতায় নাম তুলেছেন নিজের। সিটিকে পার করিয়ে দিয়েছেন শেষ ষোলোর বৈতরণী। লাইপজিগ কোচ রোসাও ‘ক্ষুধার্ত’ হলান্ডকে স্বরূপে ফিরতে দেখে খুশি। “দুর্দান্ত একটা রাত কাটাল হলান্ড। সে ভীষণ ক্ষুধার্ত ছিল। পা এবং মাথা দিয়ে গোল করেছে। বল হারালেও দ্বিতীয় প্রচেষ্টায় ফিরে পেয়েছে, আক্রমণভাগের গভীরে ছুটেছে। তার জন্য এসব করা সত্যিই সহজ দেখাচ্ছিল।” “(ম্যাচ শেষে) সে রেফারির কাছ থেকে বল নিল, যা প্রমাণ করে রাতটা তার জন্য বিশেষ ছিল। আর্লিংকে অভিনন্দন।”