Date: January 20, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / অর্থনীতি / ১ ডিসেম্বর দেশের বাজারে আসছে ২৫০ সিসির নতুন দুই মোটরসাইকেল

১ ডিসেম্বর দেশের বাজারে আসছে ২৫০ সিসির নতুন দুই মোটরসাইকেল

November 29, 2024 12:17:24 PM   ডেস্ক রিপোর্ট
১ ডিসেম্বর দেশের বাজারে আসছে ২৫০ সিসির নতুন দুই মোটরসাইকেল

সুজুকি জিক্সার প্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশের বাজারে আসছে জনপ্রিয় এই বাইকের নতুন দুই মডেল। র‍্যাংকন মটর বাইকস লিমিটেডেরে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে মটোজিপির অনুপ্রেরণায় তৈরি ইঞ্জিনের শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতির বাইক। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর।

নতুন মডেলের এই দুই মোটরসাইকেল বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল এবং মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।

এই সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল কুলিং সিস্টেম প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ পারফরম্যান্স এবং কার্যক্ষমতা নিশ্চিত করবে। এ ছাড়া, বাইকগুলোর ৬-স্পিড গিয়ারবক্স, নিখুঁত কন্ট্রোল চমৎকার রাইডিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে।  

সুজুকি দাবি করছে জিক্সার ২৫০ এই শ্রেণির সবচেয়ে দ্রুতগতির বাইক। এটি প্রিমিয়াম ডিজাইন এবং অবিশ্বাস্য পারফরম্যান্সের এক অসাধারণ সমন্বয়। সাম্প্রতিক নীতিমালার পরিবর্তন হাই-পাওয়ার মোটরসাইকেলের জন্য বাংলাদেশের বাজার খুলে দিয়েছে। যার ফলে, দেশে সুজুকির এই বাইকগুলোর উপস্থাপনা সম্ভব হয়েছে এবং বাইকারদের জন্য শুরু হতে যাচ্ছে এক নতুন সম্ভাবনার যুগ।