Date: January 02, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ১০ বছর ও ১ বিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব এমবাপ্পেকে!

১০ বছর ও ১ বিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব এমবাপ্পেকে!

July 21, 2023 03:05:23 PM   ক্রীড়া ডেস্ক
১০ বছর ও ১ বিলিয়ন ইউরোর অবিশ্বাস্য প্রস্তাব এমবাপ্পেকে!

খেলারপত্র ডেস্ক:
ফুটবলারদের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ‘হটকেক’ হয়ে উঠেছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর পিএসজিকে এমবাপে চিঠি দিয়ে জানিয়ে দেন, আগামী মৌসুমে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকবেন না প্যারিসে। অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করবেন না তিনি। এই চিঠির পর থেকেই শুরু হয়েছে দুই পক্ষের মাঝে বড় টানাপোড়েন। 
ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তিতে ২০২৪ পর্যন্ত মেয়াদ আছে। এরপরেই ফ্রি-তে তাকে দলে ভেড়াতে পারবে যে কোনো দল। কিন্তু, এতেই যত আপত্তি পিএসজির। এতদিন চাউর ছিল,  এমবাপেকে চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। আর মেয়াদ শেষে ফ্রি এজেন্টে তাকে দলে ভেড়ানোর পরিকল্পনায় আছে মাদ্রিদ।
এর মধ্যেই নতুন খবর দিয়েছে ডিফেন্স সেন্ট্রাল। তাদের দাবি, ফরাসি ফরোয়ার্ডকে ইতোমধ্যে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি। এ প্রস্তাব মেনে নিলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকবেন এমবাপে। ধারণা করা হচ্ছে, খেলাধুলার ইতিহাসে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় চুক্তি!
বেশ কয়েক বছর ধরেই এমবাপের ট্রান্সফার নিয়ে দর কষাকষি চালিয়ে আসছে প্যারিস সেইন্ট জার্মেইন এবং রিয়াল মাদ্রিদ। আর এই বিরোধ শেষ করতে এমবাপের হাতে মাত্র দুই সপ্তাহেরও কম সময় আছে। 
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পিএসজিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এমবাপে। তারকা এই খেলোয়াড় জানান, পিএসজিতে খেলে নিজের কোন লাভই দেখছেন না তিনি। সেইসাথে দলে বিভক্তি আর খেলোয়াড় কেনা নিয়েও কড়া মন্তব্য ছিল তার। 
এমবাপের ভাষ্য, ‘আমার মনে হয়, পিএসজিতে খেলে আমার কোনো লাভ হবে না, কারণ এ দলটা ভাগ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, এর ফলে অনেক রটনা তৈরি হয়, তবে এগুলো আমাকে খুব বেশি ভাবায় না। কারণ, নিজে কী করছি এবং কীভাবে করছি, তা আমি জানি।’
পিএসজির বড় সমালোচনা, প্রচুর অর্থ ঢাললেও চ্যাম্পিয়ন্স লিগের দেখা পাচ্ছেনা দলটি। এ নিয়েও মন্তব্য করেছেন এমবাপে। শিরোপা না পাবার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য পিএসজির কিসের অভাব। এই প্রশ্ন আমার জন্য না। আপনাকে তাদের সঙ্গে কথা বলতে হবে, যারা দল বানায়, স্কোয়াডকে সংগঠিত করে এবং ক্লাবকে গড়ে তোলে। আমি যতটা সম্ভব নিজের কাজটা করে যেতে চাই। আমি সেরা খেলোয়াড় ছিলাম। লিগ ওয়ানে টানা ৫ মৌসুম ধরে শীর্ষ গোলদাতা ছিলাম।’