Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ২০ কোটির ‘ফারাজ’ এর আয় ১৫ লাখ!

২০ কোটির ‘ফারাজ’ এর আয় ১৫ লাখ!

February 20, 2023 09:28:49 PM   ডেস্ক রিপোর্ট
২০ কোটির ‘ফারাজ’ এর আয় ১৫ লাখ!

রূপালি জগৎ ডেস্ক:
ঢাকার গুলশানে ঘটা হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা নিয়ে ‘ফারাজ’ শিরোনামে সিনেমা নির্মিত হয়েছে বলিউডে। হাসনাল মেহতার পরিচালনায় সিনেমাটি ৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ভারতে। বক্স অফিস ইন্ডিয়া বলছে, ‘ফারাজ’ সিনেমার বাজেট ২০ কোটি রুপি; যেখানে সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১০ কোটি রুপি আর প্রচারণা ও অন্য খবর ১০ কোটি রুপি। আর বলিউড হাঙ্গামার  প্রতিবেদন অনুসারে, ‘ফারাজ’ ভারতীয় বক্স অফিস থেকে সংগ্রহ করেছে সর্বমোট ১৫ লাখ রুপি।
সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা গেছে অভিনেত্রী কারিনা কাপুর খানের চাচাতো ভাই জাহান কাপুরের। এ ছাড়া আরও অভিনয় করেছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল; যিনি ‘বামফাদ’ সিনেমায় অভিনয় করেছিলেন।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক হাসনাল মেহতার ভাষ্য, ‘সিনেমাটির কাহিনিতে ভয়ানক সহিংস এক পরিস্থিতির মধ্যেও বড় এক মানবিকতার গল্প রয়েছে। এটি একটি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে। এই গল্প তিন বছর ধরে আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।’
ভারতীয় গণমাধ্যমের দাবি, ‘ফারাজ’ একটি মানবিক গল্পের সিনেমা। এক রাতের ভয়ানক ১২ ঘণ্টার গল্প। গল্পে শুধু সন্ত্রাসী হামলা ও ধ্বংসাত্মক বিষয় থাকছে না, থাকবে আশা ও আস্থার বিষয়ও। অনুভব সিনহা ও ভূষণ কুমারের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে।