Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / খেলাধুলা / ইন্টার মায়ামিতে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি

ইন্টার মায়ামিতে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি

July 16, 2023 03:16:02 PM   ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামিতে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি

খেলারপত্র ডেস্ক:
ঘোষণা আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু বাকি ছিল আনুষ্ঠানিকতা। ছুটি কাটিয়ে এসে সেটাও সম্পন্ন করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে জুটি বাঁধলেন ২০২৫ সাল পর্যন্ত। বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬টায় ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেবে মায়ামি।
মেসিকে দলে ভেড়ানোর জন্য মায়ামি তিন বছর ধরে লেগে ছিল। এমনটাই জানান ক্লাবটির মালিক জর্জ মাস। যদিও মেসিকে পেতে কোনো খরচ করতে হয়নি তাদের। মাস জানান, পারিশ্রমিক হিসেবে বছরে ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলার পাবেন মেসি।  
পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেওয়া নিয়ে মেসি বলেন, ‘ইন্টার মায়ামিতে ক্যারিয়ারের পরের ধাপ শুরু করার ব্যাপারে আমি বেশ রোমাঞ্চিত। এটি অসাধারণ একটি সুযোগ এবং আমরা একসঙ্গে দারুণ কিছু করব। আমাদের পরিকল্পনা হচ্ছে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করা। আমি এখন আমার নতুন এই ঘরকে সাহায্য করার জন্য অপেক্ষা করছি। ’
মায়ামির আরেক মালিক ইংলিশ কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম উচ্ছ্বসিত মেসিকে নিজ ক্লাবে পেয়ে। মেসি যোগ দেওয়ার মাধ্যমে স্বপ্ন পূরণ হয়েছে তার। তিনি বলেন, ‘১০ বছর আগে আমি যখন মায়ামিতে নতুন ক্লাব নির্মাণের যাত্রা শুরু করি, তখন থেকেই বিশ্বের সেরা এই খেলোয়াড়কে দুর্দান্ত এ শহরে নিয়ে আসার স্বপ্ন ছিল আমার। ’
‘আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। লিওর (মেসি) মতো একজন খেলোয়াড়কে আমরা দলে টেনেছি, আমি সম্ভবত এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। পাশাপাশি একজন খুব ভালো বন্ধু, অসাধারণ একজন মানুষ এবং তার সুন্দর পরিবার এখানে ইন্টার মায়ামিতে আসায় আমি দারুণ আনন্দিত। আমাদের প্রথম ধাপের রোমাঞ্চের শুরু এখানেই। আমার লিওকে মাঠে দেখার তর সইছে না। ’