Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

August 21, 2024 12:10:10 PM   ডেস্ক রিপোর্ট
৩ সেপ্টেম্বর থাইল্যান্ডে যাচ্ছেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার: 
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড সফরে যাবেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর। সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টারও প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সম্মেলনের যোগদান এটি।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরিভিত্তিতে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।  তিনি গত মঙ্গলবার (২০ আগস্ট) ব্যাংকক পৌঁছেছেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন। তিনি ৫ সেপ্টেম্বর ফিরবেন। ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

আগামী ২-৪ সেপ্টেম্বর ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট-বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এতে সদস্য সাত দেশের শীর্ষ নেতারা যোগ দিচ্ছেন।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।