Date: November 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / জাতীয় / ৩২ ঘণ্টা পর নিভল গাজী টায়ারসের আগুন: ভবন ধসের শঙ্কা

৩২ ঘণ্টা পর নিভল গাজী টায়ারসের আগুন: ভবন ধসের শঙ্কা

August 27, 2024 05:48:52 AM   জেলা প্রতিনিধি
৩২ ঘণ্টা পর নিভল গাজী টায়ারসের আগুন: ভবন ধসের শঙ্কা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট রাত দিন চেষ্টার করে ৩২ ঘণ্টা পর নারায়ণগঞ্জের    রূপগঞ্জের    গাজী    টায়ারস    কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো। তবে অগ্নিকাণ্ডে    ক্ষতিগ্রস্ত    ছয়তলা    ভবনটি    ধসে    পড়তে    পারে    বলে    শঙ্কা    করছেন    ফায়ার    সার্ভিসের    কর্মীরা৷ 

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর    ৫টার    দিকে    আগুন    নেভানো    হলেও    ভবনটি    নাজুক    অবস্থায়    থাকায়    এখন    পর্যন্ত    ভেতরে    ঢুকে    উদ্ধার    অভিযান    শুরু    করা    যায়নি    বলে    সকাল    সাড়ে    ৯টার    দিকে    জানিয়েছেন    ফায়ার    সার্ভিস    অ্যান্ড    সিভিল    ডিফেন্সের    সহকারী    পরিচালক    আনোয়ারুল    হক৷

ভেতরের    উত্তাপ    থেকে    আবারও    আগুন    ধরে    যাওয়ার    শঙ্কা    রয়েছে    জানিয়ে    তিনি    বলেন , “ দীর্ঘ    চেষ্টার    পর    আপাতত    ফ্লেম ( অগ্নিশিখা ডাউন ( নেভানো করা    সম্ভব    হয়েছে    কিন্তু    এখনও    ভবনের    ভেতরে    হিট ( উত্তাপ আছে৷    অল্প    অল্প    করে    আগুন    জ্বলছে৷

ভবনটা    বেঁকে    গিয়ে    ঝুঁকিপূর্ণ    অবস্থায়    আছে৷    কয়েকটা    জায়গায়    সুরকির    মতো    হয়ে    গেছে৷    ভেতরে    ঢুকে    কাজ    করা    যাচ্ছে    না৷    নিচতলার    সিড়ি    পর্যন্ত    ঢোকা    গেছে    কেবল৷

এদিকে    রোববার    রাতে    লুটপাটের    সময়    কারখানায়    আসা    আশপাশের    অন্তত    পৌনে    ২০০    মানুষ    নিখোঁজ    রয়েছেন    বলে    স্বজনরা    দাবি    করেছেন।

তারা    সোমবার    দিনভর    কারখানার    সামনে    নিখোঁজদের    খোঁজে    আহাজারি    করেছেন।    নিখোঁজের    নাম    সেখানে    দায়িত্বরত    ফায়ার    সার্ভিস    অ্যান্ড    সিভিল    ডিফেন্সের    সদস্যদের    কাছে    দিয়েছেন    স্বজনরা।

মঙ্গলবার    সকালেও    কারখানার    সামনে    নিখোঁজ    ব্যক্তিদের    স্বজনদের    ভিড়    দেখা    গেছে৷

এর    আগে    গণঅভ্যুত্থানের    মুখে       অগাস্ট    আওয়ামী    লীগ    সরকারের    পতনের    পর    এক    দফায়    গাজীর    রূপসী       কর্ণগোপের    দুটি    কারখানায়    হামলা লুটপাট       অগ্নিসংযোগের    ঘটনা    ঘটেছিল।