Date: January 06, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / বিনোদন / ‘সীতা’ হয়ে বলিউডে পা রাখছেন সাই পল্লবী

‘সীতা’ হয়ে বলিউডে পা রাখছেন সাই পল্লবী

December 12, 2022 02:32:45 AM   বিনোদন প্রতিবেদক
‘সীতা’ হয়ে বলিউডে পা রাখছেন সাই পল্লবী

রূপালি জগৎ ডেস্ক:
শিগগিরি বলিউডে পা রাখতে যাচ্ছেন দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। আল্লু অরবিন্দ প্রযোজনায় ‘রামায়ণ’ ছবির সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন এই অভিনেত্রী। আসছে বছর ছবিটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৯ সালে প্রযোজক আল্লু অরবিন্দ রামায়ণের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নীতিশ তিওয়ারি। যার তিন বছর পর ছবি এখন নায়িকা কাস্ট নিয়ে গুঞ্জন উঠেছে। তবে ছবির কাস্ট নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোন ঘোষণা আসেনি।
গত বছর গুঞ্জন রটেছিল, ‘রামায়ণ’-এ সীতার চরিত্রের জন্য কারিনা কাপুর খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সীতার চরিত্রের জন্য তিনি নাকি ১২ কোটি টাকা নাকি পারিশ্রমিক চেয়েছিলেন। যা দিতে একেবারেই নারাজ ছিলেন নির্মাতারা। পরে যদিও কারিনা বলেন, তাঁকে সীতার চরিত্রের জন্য কোন প্রস্তাব দেওয়া হয়নি। এরপরই শোনা যায়, দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ‘সীতা’র চরিত্রে। সেই জল্পনা উড়িয়ে এবার গুঞ্জন রটেছে, নীতীশের ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।
২০১৫ সালে মালায়ালাম সিনেমা ‘প্রেমাম’র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। এই ছবির মাধ্যমেই ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলছেন তিনি।