Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

February 28, 2023 08:43:43 PM   আন্তর্জাতিক ডেস্ক
অ্যাডিনোভাইরাসে আরও পাঁচ শিশুর মৃত্যু

করোনাভাইরাসের পর এবার পশ্চিমবঙ্গে আরেক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিকেল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।করোনাভাইরাসের পর এবার পশ্চিমবঙ্গে আরেক আতঙ্কের নাম অ্যাডিনোভাইরাস। সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তারা সবাই কলকাতা মেডিকেল কলেজ ও বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি ছিল।চিকিৎসকরা জানান, জ¦র-সর্দি-কাশি থাকা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় আদিত্যকে। পরে তার শরীরে অ্যাডিনোভাইরাস শনাক্ত হয়। এদিকে, এ ভাইরাস প্রতিরোধে সোমবার কলকাতার হাসপাতালগুলো পরিদর্শন করেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের বক্তব্য, শিশুদের মৃত্যু অ্যাডিনোভাইরাসে হচ্ছে না। যেসব শিশু মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। জানা যায়, পশ্চিমবঙ্গে ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত কারণে একের পর এক শিশুমৃত্যু ঘটায় আগেই সতর্কতা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য অধিদপ্তর। এরইমধ্যে কলকাতা বেলেঘাটা আইডি হাসপাতালে ৫০ শয্যার বিশেষ ওয়ার্ড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া জরুরিভিত্তিতে ভেন্টিলেশনও প্রস্তুত রাখতে বলা হয়েছে।