Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসিতে যে ব্যাখ্যা দিলেন নৌকার বাহার

আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসিতে যে ব্যাখ্যা দিলেন নৌকার বাহার

December 27, 2023 10:59:00 AM   ডেস্ক রিপোর্ট
আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসিতে যে ব্যাখ্যা দিলেন নৌকার বাহার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, হাত-পা ভেঙে দেওয়ার কথাটা রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি-জামায়াতকে বলা হয়েছিল। আসন্ন নির্বাচনে নাশকতার চেষ্টা চালানো হলে বিএনপি-জামায়াতের হাত-পা ভেঙে দেওয়া হবে; এই উদ্দেশ্যে আমি কথাটা বলেছি।

আজ বুধবার(২৭ ডিসেম্বর) ইসিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হওয়া এক শুনানি শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নৌকার প্রার্থী বাহার বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটো অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আশা করছি— আমার প্রার্থিতা বাতিল হবে না।

এদিন বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন কমিশনে এই শুনানি শুরু হয়। শুনানিতে নৌকার প্রার্থী আ.ক. ম বাহাউদ্দীন বাহার সশরীরে উপস্থিত হয়েছিলেন।

আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী- তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে তাদের একাধিকবার নোটিশও দিয়েছিলেন।