Date: January 15, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / স্বাস্থ্য / আজ থেকে চলবে প্রাইভেট চেম্বার, ২ চিকিৎসকের জামিন,

আজ থেকে চলবে প্রাইভেট চেম্বার, ২ চিকিৎসকের জামিন,

July 18, 2023 11:17:21 AM   স্বাস্থ্য ডেস্ক
আজ থেকে চলবে প্রাইভেট চেম্বার, ২ চিকিৎসকের জামিন,

স্বস্থ্য ডেস্ক:
রাজধানীর পান্থপথের গ্রিন রোগে সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় আটক দুই চিকিৎসকের জামিন হওয়ায় আজ মঙ্গলবার বিকেল থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব অল সোসাইটি বাংলাদেশের যৌথসভা শেষে তিনি এ কথা বলেন। অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটির (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান নিউজ টোয়েন্টিফোরকে বলেন, চিকিৎসকদেরকে যেহেতু জামিন দেয়া হয়েছে তাই আমাদের ধর্মঘট আজ থেকেই স্থগিত করেছি।

আজ থেকেই সারাদেশে সব ধরণের চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে। উল্লেখ্য, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক ডা. মুনা ও ডা. শাহজাদীর মুক্তি এবং সহযোগী অধ্যাপক ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ তুলে নেওয়ার দাবিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটির (ওজিএসবি) যৌথ কর্মসূচি দিয়েছিল। এতে গতকাল ও আজ সারাদেশের চিকিৎসকরা তাদের ব্যক্তিগত চেম্বারে বসবেন না এবং একই সময় তারা কোনো ধরনের অস্ত্রোপচার করবেন না বলে সিদ্ধান্ত ছিল। কিন্তু আজ এই কর্মসূচি প্রত্যাহার করলো তারা।