Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / আজ স্বপ্ন দেখার দিন

আজ স্বপ্ন দেখার দিন

September 25, 2023 09:59:39 AM   ডেস্ক রিপোর্ট
আজ স্বপ্ন দেখার দিন

ডেস্ক রিপোর্ট:


স্বপ্ন দেখতে কে না ভালোবাসেন! তবে স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না, এমনই উক্তি আছে এ পি জে আবদুল কালামের।


জেগে এবং ঘুমিয়ে উভয় অবস্থাতেই মানুষ স্বপ্ন দেখেন। আর স্বপ্ন দেখেন বলেই সেই স্বপ্নপূরণের ইচ্ছেই বেঁচে থাকেন। প্রতিকূলতোর সঙ্গে লড়াই করেন ও এয়ে যান। স্বপ্নের আছে নানা ধরনের ব্যাখ্যা। অনেক কবি-সাহিত্যিক স্বপ্নের বিবরণ দিয়েছেন তাদের লেখায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শিল্প-সাহিত্য, জনশ্রুতি থেকে জ্যোতিষশাস্ত্র সব জায়গাতেই উল্লেখ আছে স্বপ্নের।


আজ কিন্তু স্বপ্ন দেখার দিন। বিশ্ব স্বপ্ন দিবস। প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড ড্রিম ডে অর্থাৎ স্বপ্ন দিবস। জানা যায়, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।