Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / আনন্দ-উল্লাস নয়, নোবেল জেতার খবর শুনে ক্লাস নিতে চলে যান আন্না লুইলিয়ে

আনন্দ-উল্লাস নয়, নোবেল জেতার খবর শুনে ক্লাস নিতে চলে যান আন্না লুইলিয়ে

October 04, 2023 08:47:55 AM   আন্তর্জাতিক ডেস্ক
আনন্দ-উল্লাস নয়, নোবেল জেতার খবর শুনে ক্লাস নিতে চলে যান আন্না লুইলিয়ে

এ বছর পদার্থবিজ্ঞানে পিয়ারে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউজের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি নারী পদার্থবিদ আন্না লুইলিয়ে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি নোবেলজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।

কে বা কারা জিতবেন নোবেল— এ উত্তর জানার জন্য যখন বিশ্বের অসংখ্য মানুষের নজর ছিল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির দিকে— তখন নোবেলজয়ী নারী পদার্থবিদ আন্না লুইলিয়ে সুইডেনে নিজের কর্মস্থল লুন্ড বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাসের বিরতিতে যখন শিক্ষকদের কক্ষে যান লুইলিয়ে তখন জানতে পারেন তিনি বিশ্বের অন্যতম সেরা পদার্থবিদের স্বীকৃতি পেয়েছেন।

তবে নোবেল জয়ের খবর শোনার পর আনন্দ-উল্লাসে ফেটে না পড়ে— আবার সোজা ক্লাসেই চলে যান এই নারী বিজ্ঞানী।

নোবেল কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়েছে, ‘নিবেদিত শিক্ষক! পদার্থে নোবেল জয়ের বিষয়টিও আন্না লুইলিয়েকে তার শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্যুত করতে পারেনি।’

‘আমাদের নতুন বিজয়ী লুন্ড বিশ্ববিদ্যালয়ে সকালের ক্লাস নিয়ে ব্যস্ত ছিলেন। আন্না লুইলিয়ে তার নোবেল জয়ের খবর জানতে পারেন যখন ক্লাসের বিরতিতে গিয়ে দেখতে পান তার মোবাইল ফোনে বেশ কয়েকটি মিসড কল রয়েছে।’

‘নোবেল জয়ের খবর জানার পর, লুইলিয়ে সোজা তার শিক্ষার্থীদের কাছে চলে যান।’

এদিকে আন্না লুইলিয়ের সঙ্গে এর কয়েক ঘণ্টা পর যোগাযোগ করে নোবেল পুরস্কারের এক প্রতিনিধি। তাকে এই পদার্থবিদ জানান, নিজের নোবেল পুরস্কার জয়ের বিষয়টি প্রথমে শিক্ষার্থীদের সঙ্গে উদযাপন করেন তিনি। তবে সেটি খুব বেশি নয়; অল্প বিস্তর উদযাপন শেষে শিক্ষার্থীদের সঙ্গে আবার অন্য সাধারণ সময়ের মতোই ক্লাস নেন তিনি।