Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

November 21, 2024 12:10:31 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে প্রথমবার আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়ল রাশিয়া

ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত।

দেশটির বিমানবাহিনী আরও জানিয়েছে রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের ‘দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে’ ভোররাতে এই হামলা চালায়। তবে এতে তাদের অবকাঠামো কেমন ক্ষতিগ্রস্থ হয়েছে; সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। এছাড়া শক্তিশালী এই আন্তঃমহাদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সেটিও জানায়নি তারা। তবে রাশিয়ার ছোড়া ছয়টি কেএইচ-১০১ ক্রুজ মিসাইল ভূপাতিত করার দাবি করেছে  ইউক্রেনীয় বাহিনী। যদিও তাদের এ দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আন্তঃমহাদেশীয় মিসাইলগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে। এই মিসাইলটি বিস্ফোরক ছাড়াও পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে।

রাশিয়ার ক্রুস্ক অঞ্চলকে লক্ষ্য করে গত দুইদিনে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্যের দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন। এই হামলার পরপরই ইউক্রেনকে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ছুড়ল মস্কো।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছরে পা দিতে যাওয়া এ যুদ্ধ গত কয়েক মাস ধরে অনেকটা আড়ালে ছিল। তবে রাশিয়া হঠাৎ করে আবারও দ্রুত সময়ের মধ্যে ইউক্রেনের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। এরপরই রাশিয়ায় মার্কিন ও ব্রিটিশ দূরপাল্লার মিসাইল ছুড়েছে ইউক্রেন।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার চেষ্টা করবেন। ফলে দুই পক্ষ শেষ মুহূর্তে নিজ নিজ অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে।

সূত্র: দ্য গার্ডিয়ান