Date: December 27, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত

ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত

December 18, 2022 09:46:54 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইরাকে বোমা বিস্ফোরণে ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ইরাকের উত্তর-মধ্যাঞ্চলের কিরকুকে বোমা বিস্ফোরণে আট পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জানা গেছে, রোববার (১৮ ডিসেম্বর) নিহত পুলিশ সদস্যরা গাড়ির বহর নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। তখন বোমা বিস্ফোরণ হয়।

কিরকুকের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত সাফরা গ্রামে এ ঘটনা ঘটে। এতে আটজন নিহত হওয়ার পাশাপাশি দু’জন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এখন পর্যন্ত এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে ওই এলাকাটিতে সশস্ত্র জঙ্গি সংগঠন আইএসআইএলের (আইএসআইএস) তৎপরতা রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২৩৮ কিলোমিটার দূরে অবস্থিত কিরকুক শহরটি কুর্দি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছিল। প্রায় পাঁচ বছর আগে ২০১৭ সালে তাদের হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল ইরাকের নিরাপত্তা বাহিনী।

কিন্তু আইএসআইএলের সদস্যদের হামলার মুখে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ইরাকের সরকারি বাহিনী। এরপর এর নিয়ন্ত্রণ নেয় কুর্দি আঞ্চলিক সরকার।