Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলের নির্দেশগাজার আল-কুদস হাসপাতাল খালি করার

ইসরায়েলের নির্দেশগাজার আল-কুদস হাসপাতাল খালি করার

October 29, 2023 02:52:32 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের  নির্দেশগাজার আল-কুদস হাসপাতাল খালি করার

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী তাদের অনতিবিলম্বে গাজার আল-কুদস হাসপাতাল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। রোববার (২৯ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন তথ্য জানিয়েছে রেড ক্রিসেন্ট। তারা বলেছে, ‘ইসরায়েল এই হাসপাতালে বোমা হামলা চালাবে।’

রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, আল-কুদস হাসপাতালের ৫০ মিটারের মধ্যে রোববার সকাল থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এ ব্যাপারে এক্সে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট লিখেছে, ‘জরুরি: ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট দখলদার কর্তৃপক্ষের কাছ থেকে গুরুতর হুমকি পেয়েছে— অনতিবিলম্বে গাজা উপত্যকার আল-কুদস হাসপাতাল যেন খালি করে দেওয়া হয়। হাসপাতালটিতে বোমা হামলা চালানো হবে। আজ রোববার সকাল থেকে হাসপাতালের ৫০ মিটারের মধ্যে বোমা হামলা হচ্ছে।’

রেড ক্রিসেন্ট এমন তথ্য জানানোর পর এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেডোস আধানম গ্রেব্রিয়াসিস। তিনি বলেছেন, রোগী থাকা অবস্থায় কোনোভাবেই হাসপাতাল খালি করা সম্ভব নয়।

তিনি এক্সে লিখেছেন, ‘আমরা পুনরায় জোর দিয়ে বলছি— রোগীতে পূর্ণ হাসপাতাল কোনোভাবেই খালি করা সম্ভব নয়— রোগীদের জীবন ঝুঁকিতে ফেলা ছাড়া।’

‘আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, স্বাস্থ্যসেবার নিরাপত্তা সব সময় নিশ্চিত করতে হবে।’ যোগ করেন তিনি।

ইসরায়েল দাবি করছে, হামাস গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে আল-শিফা হাসপাতালের নিচে হামাসের গোপন সুড়ঙ্গ ও কমান্ড সেন্টার থাকার কথা জানিয়েছে তারা। তবে হামাস জানিয়েছে, হাসপাতালে তাদের কোনো ধরনের কমান্ড সেন্টার বা এ ধরনের কোনো কিছু নেই।