Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা

ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা

October 30, 2023 02:50:35 PM   আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা

হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও গোলাবর্ষণ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সামরিক চৌকিতে এই হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর সীমান্ত চৌকিতে হিজবুল্লাহর হামলার খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করেছে।

তবে হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলের কোনও হতাহত হননি বলে জানিয়েছে আইডিএফ। হামলার জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছেন ইসরায়েলি সৈন্যরা। একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর একটি ‘সামরিক স্থাপনায়’ হামলার ভিডিও প্রকাশ করেছে। তিন সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ প্রায় প্রত্যেকদিনই হামলা-পাল্টা হামলা চালিয়ে আসছে। সীমান্ত সংঘাতে এখনও পর্যন্ত ৪৬ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন বলে সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে।

এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে ৪২টি পয়েন্টে ৮৪টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর হামলায় তাদের অন্তত সাত সেনা নিহত হয়েছে।

এদিকে, সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সাথে যুদ্ধরত হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিম। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আব্বাস ইব্রাহিমকে অবগত করেছেন হামাসের প্রতিনিধিরা।

এ হামাস কর্মকর্তারা গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন।