Date: December 04, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / কক্সবাজার সৈকতে মাছ আর মাছ, কুড়াচ্ছেন পর্যটকরা

কক্সবাজার সৈকতে মাছ আর মাছ, কুড়াচ্ছেন পর্যটকরা

November 18, 2022 01:26:43 AM   ডেস্ক রিপোর্ট
কক্সবাজার সৈকতে মাছ আর মাছ, কুড়াচ্ছেন পর্যটকরা

কক্সবাজার শহরে সৈকতের তিনটি পয়েন্টে জেলেদের ফেলা জালে ঝাঁকে ঝাঁকে ভেসে এসেছে মাছ। অতিরিক্ত মাছ ধরা পড়ায় বাড়তিগুলো সৈকতেই ফেলে গেছেন তারা। স্থানীয়রা সেগুলো কুড়িয়ে নিয়ে গেছেন।

সৈকতের লাবনী, শৈবাল ও ডায়েবিটক পয়েন্টে বৃহস্পিতবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ চিত্র দেখা গেছে।

লাবনী পয়েন্টে দুপুরে গিয়ে দেখা গেছে, স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও মাছ কুড়াতে নেমেছেন। সেখানে নানা জাতের মাছের মধ্যে দেখা গেছে পোয়া ও ইলিশও।

এফবি আরিফ ট্রলারের মাঝি আবুল কাসেম বলেন, ‘১০টার দিকে লাবনী ও শৈবাল পয়েন্টের মাঝামাঝি জায়গায় জাল ফেলেছি। টানার সময় আমরা বুঝতে পারতেছিলাম, আমাদের ট্রলার ছোট।

‘আমরা নেয়ার পরও অনেক মাছ জালে থেকে যায়। সেগুলো সৈকতে ফেলে চলে যাচ্ছি। আমাদের মতো আরও অনেকে ফেলে যাচ্ছে। আজকে সবচেয়ে বেশি মাছ পড়েছে।’

ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক শামীম হোসেন বলেন, ‘সৈকতে মাছ পড়ে আছে, আমিও নিয়েছি এক বস্তা। অনেকে মাছ কুড়িয়ে নিয়েছে। পোয়া, ইলিশ, ছুরিসহ বিভিন্ন রকমের মাছ রয়েছে এখানে।

‘যেটা জেনেছি যে অতিরিক্ত মাছ পড়ায় জাল তুলতেও পারেনি জেলেরা। তাই ছেড়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক পর্যটকও মাছ কুড়িয়েছে। তারা অবশ্য সৈকতেই বিক্রি করে ফেলছেন। আবার অনেকে বস্তায় করে নিয়ে যাচ্ছে।’

সৈকতের লাইফগার্ড ইনচার্জ ওসমান গণি বলেন, ‘সকালে সৈকতে মাছ ভেসে আসতে দেখা যায়। তারপর পর্যটক ও স্থানীয়রা এসব মাছ কুড়িয়ে নিয়ে যায়।’

বিচকর্মী মাহাবুবুর রহমান বলেন, ‘ফেলে দেয়া মাছ ঘিরে সৈকতে একধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।’