স্বাস্থ্য ডেস্ক:
শারীরিক বিভিন্ন জটিলতার লক্ষণ ফুটে ওঠে চোখে। এ কারণেই চিকিৎসকের কাছে গেলে তিনি প্রথমেই রোগীর চোখ দেখেন। চোখ ফ্যাকাশে হোক কিংবা রক্তবর্ণ, এর পেছনে থাকতে পারে কঠিন কোনো রোগের ইঙ্গিত। বিশেষ করে কিছু দীর্ঘস্থায়ী ও মারাত্মক রোগের লক্ষণ ফুটে ওঠে চোখে।
বর্তমানে ডায়াবেটিসসহ ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জানলে অবাক হবেন, এসব রোগের লক্ষণও ফুটে ওঠে চোখে। চলুন তবে জেনে নেওয়া যাক আর কোন কোন রোগের লক্ষণ ফুটে ওঠে চোখে-
ক্যানসার
বিভিন্ন ধরনের ক্যানসারের মধ্যে স্তন ক্যানসারের লক্ষণ ফুটে ওঠে চোখে। যখন ক্যানসার কোষগুলো শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখনই চোখে অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়।
এক্ষেত্রে চোখের কাঠামোতে অস্বাভাবিক ক্ষত বা টিউমার যেমন ইউভিয়া নির্দেশ করে যে ক্যানসার কোষগুলো চোখের মধ্যে ছড়িয়ে পড়েছে।
ডায়াবেটিস
ঝাপসা দৃষ্টি চোখের একটি সাধারণ সমস্যা। তবে এটি টাইপ ২ ডায়াবেটিসের কারণেও হতে পারে। দীর্ঘস্থায়ী উচ্চ রক্তে শর্করার মাত্রা রক্তনালিতে চাপ সৃষ্টি করে।
জন্ডিস
চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া জন্ডিসের অন্যতম এক লক্ষণ। রক্তে অত্যধিক বিলিরুবিন (লাল রক্তকণিকা ভাঙ্গনের ফলে গঠিত একটি হলুদ যৌগ) এর কারণে জন্ডিস হয়।