Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

July 26, 2023 11:34:33 AM   আন্তর্জাতিক ডেস্ক
কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করতে পারে রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সতর্ক করেছে যে, তাদের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত করে রাশিয়ার সামরিক বাহিনী কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

যুক্তরাজ্যের জাতিসংঘের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড মঙ্গলবার বলেছেন, আমাদের কাছে যে তথ্য রয়েছে তা এমনটাই ইঙ্গিত দেয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ব্রিটেনের কাছে তথ্য ছিল যে, রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করেছে।

গত সপ্তাহে বেসামরিক জাহাজ এবং সামুদ্রিক মাইনগুলোতে সম্ভাব্য রাশিয়ার আক্রমণের বিষয়ে একই রকম সতর্কতা দিয়েছিল হোয়াইট হাউস।