স্বাস্থ্য ডেস্ক:
নানা কারণে চুল রুক্ষ এবং প্রাণহীন হয়ে পড়ে। ধুলাবালি ও রোদের সংস্পর্শে নিয়মতি আসার কারণে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে ভেঙে যেতে পারে। আবার সঠিক যত্নের অভাবেও চুল ভঙ্গুর হয়ে ঝরে পড়ে। কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করে প্রাণহীন চুল করতে পারেন সিল্কি ও নরম।
নারিকেল তেল ও কলা
নারিকেল তেল হালকা গরম করুন। একটি পাকা কলা চটকে তার সঙ্গে উষ্ণ নারিকেল তেল মেশান। পুরো চুলে এই হেয়ার প্যাক লাগিয়ে এক ঘণ্টা রেখে দিন। তারপর শ্যাম্পু করে নিন।
অ্যালোভেরা জেল, লেবু এবং টি ট্রি অয়েল
টাটকা অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা টি ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রাখার পর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক চুল ও মাথার ত্বক ভালো রাখে, চুলের বৃদ্ধি ঘটায়। খুশকি সারাতেও খুব উপকারী এই প্যাক।
অলিভ অয়েল
পরিমাণ মতো অলিভ অয়েল কুসুম গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
মধু ও দই
আধা কাপ টক দইয়ের সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে ভেজা চুলে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে নিন।
আপেল সিডার ভিনেগার
চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। শ্যাম্পু ভালো করে ধুয়ে ২ কাপ পানিতে ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে আবার ধুয়ে নিন চুল।
অ্যালোভেরা জেল
টাটকা অ্যালোভেরা জেল ব্লেন্ড করে চুলে ভালো করে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিন। চুল মসৃণ ও উজ্জ্বল হবে।
নারিকেলের দুধ ও লেবু
১ গ্লাস নারিকেলের দুধের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে নিন। ভালো করে নেড়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। চুল ছোট ছোট অংশে ভাগ করে লাগাতে পারেন। শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২০ মিনিট। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুল প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করবে।
মেয়োনেজ, অলিভ অয়েল ও ডিম
১/৪ কাপ মেয়োনেজ, ১/৩ কাপ অলিভ অয়েল এবং চুলের দৈর্ঘ্য অনুযায়ী একটি বা দুটি ডিম একসঙ্গে মিশিয়ে নিন। পুরো চুলে এই মিশ্রণ লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। আধঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এই মাস্ক শুধু রুক্ষতা দূর করতেই নয়, বরং চুল ঝলমলে করতেও সাহায্য করবে।
মেথি
মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন বেটে চুলে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।