Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / গাজায় ৫২ দিন ধরে বিদ্যুৎ নেই -জাতিসংঘ

গাজায় ৫২ দিন ধরে বিদ্যুৎ নেই -জাতিসংঘ

December 03, 2023 10:37:36 AM   আন্তর্জাতিক ডেস্ক
গাজায় ৫২ দিন ধরে বিদ্যুৎ নেই -জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:
তথ্যানুযায়ী, অবরুদ্ধ গাজা এলাকা গত ১১ অক্টোবর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। 8 অক্টোবর গাজায় ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গাজা বিদ্যুৎকেন্দ্র ১১ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ৫২ দিন ধরে গাজায় এই বিদ্যুৎ না থাকার সংবাদটি গাজা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির (জিইডিসিও) বরাত দিয়ে  জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। 
জাতিসংঘের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাজায় প্রতিদিন গড়ে মাত্র ১৩.৩ ঘণ্টা বিদ্যুৎ ছিল। এ বিষয়ে জাতিসংঘের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত এক দশক ধরে গাজা দীর্ঘস্থায়ী বিদ্যুতের ঘাটতিতে ভুগছে। যার ফলে গাজার জীবনযাত্রা ভঙ্গুর হয়ে পড়েছে।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত ১ হাজার ২০০।
গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি হয়। যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিহতের এ সংখ্যা জানিয়েছে। সূত্র: আলজাজিরা