Date: October 30, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / গত ২৫ বছরে মানুষের জীবন তছনছ করেছে যেসব ভূমিকম্প

গত ২৫ বছরে মানুষের জীবন তছনছ করেছে যেসব ভূমিকম্প

September 10, 2023 10:56:18 AM   আন্তর্জাতিক ডেস্ক
গত ২৫ বছরে মানুষের জীবন তছনছ করেছে যেসব ভূমিকম্প

আফ্রিকার দেশ মরক্কোতে গতকাল শনিবার আঘাত হানে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ও ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মরক্কোর আটলাস পর্বতমালার কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ওই অঞ্চলটি পাহাড়ি হওয়ায় এখনো সব জায়গায় উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

ভয়াবহ এ ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে মরক্কোর কেন্দ্রীয় ওই অঞ্চল। অনেকে তাদের পরিবারের এক বা একাধিক সদস্যকে হারিয়েছেন। এছাড়া সেখানকার বেশিরভাগ মানুষ গত দুই দিন ধরে রাস্তায় অবস্থান করছেন। সব মিলিয়ে সেখানে এখন হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিশ্বে গত ২৫ বছরে এমন ভয়াবহ অসংখ্য ভূমিকম্প আঘাত হেনেছে। যেগুলোতে তছনছ হয়ে গেছে অনেক মানুষের জীবন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

৬ ফেব্রুয়ারি ২০২৩: তুরস্ক এবং সিরিয়া

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে এ দুটি দেশের সীমান্ত এলাকা। এই মহা প্রাকৃতিক বিপর্যয়ে ৫০ হাজারের বেশি মানুষ মারা যান।

২৫ এপ্রিল ২০১৫: নেপাল

হিমালয়ের দেশ নেপালে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

১১ মার্চ ২০১১: জাপান

সুনামি ও ভূমিকম্পপ্রবণ জাপানের উত্তর-পূর্ব উপকূলে ২০১১ সালে একটি ৯ দশমিক ০ মাত্রার ভূমিকম্পের প্রভাবে সুনামির সৃষ্টি হয়। এতে ১৮ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

১২ জানুয়ারি ২০১০: হাইতি

হাইতিতে ২০১০ সালে ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে এক লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। তবে দেশটির সরকার আশ্চর্যজনকভাবে এ সংখ্যা কম দেখায়।

১২ মে ২০০৮: চীন

এশিয়ার দেশ চীনের পূর্ব সিচুয়ানে ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এই  শক্তিশালী কম্পনে বাড়ি-ঘর ধসে পড়ে ৮৭ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়।

২৭ মে ২০০৬: ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ২০০৬ সালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ মারা যায়।

৮ অক্টোবর ২০০৫: কাশ্মীর

পৃথিবীর  স্বর্গ হিসেবে পরিচিতি কাশ্মীরে ২০০৫ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান ৮০ হাজারের বেশি মানুষ।

২৬ ডিসেম্বর ২০০৪: ইন্দোনেশিয়া

বারবার ভূমিকম্পে বিপর্যস্ত হওয়া ইন্দোনেশিায় ২০০৪ সালেও আঘাত হানে ৯ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প। ওই ভূমিকম্পের প্রভাবে ভারত মহাসাগরে সুনামির সৃষ্টি হয়। ওই সুনামিতে ভারত মহাসাগরে তীরে অবস্থিত দেশগুলোর ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

২৬ ডিসেম্বর ২০০৩: ইরান

মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পূর্ব দিকে ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে মৃত্যু হয়েছিল ২০ হাজার মানুষের।

২৬ জানুয়ারি ২০০১: ভারত

২০০১ সালে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প ভারতের গুজরাট রাজ্যে আঘাত হেনেছিল। এতে ২০ হাজারের বেশি মানুষ মারা যান।

১৭ আগস্ট ১৯৯৯: তুরস্ক

সবসময় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা তুরস্ক ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল। ইজমিরে আঘাত হানা সেই ভূমিকম্পে ১৮ হাজারেরও বেশি মানুষের সলিল সমাধি হয়েছিল।