গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের গফরগাঁও শাখা গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা রোববার বিকেলে আনন্দ মিছিল করেছেন।
বাংলাদেশ সরকারি ক্যাডেট কলেজের ২০২৫ সালের ভর্তি পরীক্ষার লিখিত পরীক্ষায় একাডেমির তিন শিক্ষার্থী গফরগাঁওয়ের তাজবীহ জান্নাত শ্রুতি, তহির আফসার ও মো. সাকিত ইসলাম উত্তীর্ণ হওয়ায় এ আনন্দ মিছিল বের করা হয়।
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী গফরগাঁও শাখার পরিচালক আকলিমা আক্তার সাথীর নেতৃত্বে আনন্দ মিছিলটি একাডেমির প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।