Date: November 23, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / ছোট নৌকায় চড়ে স্প্যানিশ দ্বীপে পৌঁছাল ২৮০ অভিবাসী

ছোট নৌকায় চড়ে স্প্যানিশ দ্বীপে পৌঁছাল ২৮০ অভিবাসী

October 04, 2023 08:55:55 AM   আন্তর্জাতিক ডেস্ক
ছোট নৌকায় চড়ে স্প্যানিশ দ্বীপে পৌঁছাল ২৮০ অভিবাসী

২৮০ অভিবাসীকে বহনকারী ছোট একটি নৌকা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। অভিবাসীদের বহনকারী এই নৌকাটি মঙ্গলবার (৩ অক্টোবর) ক্যানারি দ্বীপপুঞ্জের সুদূর এল হিয়েরো দ্বীপে পৌঁছায়।

এটি আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৮ মাইল) দূরে অবস্থিত। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

উদ্ধারকর্মীরা বলেছেন, নৌকার আরোহী অভিবাসীদের সবাই সাব-সাহারান আফ্রিকান বংশোদ্ভূত এবং এবারই প্রথম একযোগে এতো সংখ্যক অভিবাসী স্প্যানিশ এই দ্বীপপুঞ্জে পৌঁছালেন। মূলত আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমাতে অভিবাসীদের কাছে জনপ্রিয় ক্যানারি দ্বীপপুঞ্জের এই রুটটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর মধ্যে একটি।

এদিকে অভিবাসীদের বহনকারী নৌকাটি আসার পর সাংবাদিক এবং সাবেক অভিবাসন উপদেষ্টা টেক্সেমা সান্তানা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমি একটি নৌকায় এতো বেশি লোক কখনও দেখিনি।’

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে, চলতি বছরের শুরু থেকে এই রুট পারাপারের চেষ্টায় ১৪০ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। মূলত আফ্রিকার উত্তর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া লোকদের আটকাতে কড়া নিয়ন্ত্রণ শুরু হয়েছে বলে সাম্প্রতিক বছরগুলোতে এই রুটের ব্যবহার বেড়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেপেএনর ক্যানারি দ্বীপপুঞ্জে মোট ১৪ হাজার ৯৭৬ জন অভিবাসী এসেছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ১৯.৮ শতাংশ বেশি।

অবশ্য গত সোমবার সেনেগালের নৌবাহিনী জানিয়েছে, তারা গত তিন দিনে ৬০০ জনেরও বেশি অভিবাসীকে বহনকারী চারটি নৌকা আটকে দিয়েছে।

উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ স্পেনে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ জন শিশু।

সাধারণত সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এই রুটটি ব্যবহার করে থাকেন।