Date: December 26, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / জেনে নিন কি কি উপকার লুকিয়ে আছে জলপাই

জেনে নিন কি কি উপকার লুকিয়ে আছে জলপাই

July 26, 2023 12:15:04 PM   স্বাস্থ্য ডেস্ক
জেনে নিন কি কি উপকার লুকিয়ে আছে জলপাই

স্বাস্থ্য ডেস্ক:

জলপাইতে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা রক্তচাপ কমায়, এটি উন্নত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন ই ও খনিজ যেমন সেলেনিয়াম ও জিঙ্কের উৎস।  

আসুন জেনে নেওয়া যাক জলপাই খাওয়ার উপকারিতাগুলো


•    রক্তের কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে 
•    জলপাই-এর ভিটামিন ‘ই’ ক্যান্সারের ঝুঁকি কমায়
•    আয়রনের বড় উৎস, ফলে রক্তস্বল্পতা দূর করে
•    স্বাস্থ্যোজ্জ্বল মসৃণ ত্বক ও মজবুত চুলের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জলপাই নিয়মিত খান
•    জলপাই এর আঁশ হজমশক্তি বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে 
•    জলপাই–এর ভিটামিন ‘এ’ চোখের জন্যও ভালো
•    ভিটামিন ‘সি’ ত্বকের ইনফেকশন ও অন্যান্য ক্ষত সারাতে কার্যকর।