পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিইএমআরএ।
এক বিবৃতিতে পিইএমআরএ বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন।তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবিলম্বে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।এর আগে পাকিস্তানে আলোচিত তোশাখানা মামলায় ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তার লাহোরের বাসভবনের সামনে গতকাল (৫ মার্চ) সমবেত হয় হাজারো সমর্থক।
তোশাখানা মামলায় আদালতে হাজিরা দেওয়ার নির্দেশনা বারবার অমান্য করায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইমরান খানকে গ্রেপ্তার করতে পাঞ্জাবের রাজধানী লাহোরের জামান পার্কের বাসভবনে যান।
সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তায় ইমরান খান বলেন, ‘আমি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি বা কোনো কিছুর কাছে মাথা নত করিনি। আপনাদেরও করতে দেবো না। ’