স্টাফ রিপোর্টার:
ঢাকা-১৮ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং বর্তমান সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসান।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের বুথ থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজীর কাছ থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
এর আগে, তিনি ঢাকা-১৮ আসন উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে হাবিব হাসান সাংবাদিকদের বলেন, আমি ওয়ার্ড, ইউনিয়ন ও থানার রাজনীতি করে ঢাকা মহানগরের রাজনীতি করছি। বর্তমানে আমি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছি। দলের দুর্দিনেও ছিলাম, এখন সুদিনে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়ার পর আমি জনগণের রায়ে বিজয়ী হই। নেত্রী আমার ওপর যে আস্থা রেখেছিলেন আমি তার মর্যাদা রক্ষার চেষ্টা করেছি।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে মনোনীত হলে বঙ্গবন্ধুকন্যার নির্দেশনায় আমার এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আপ্রাণ চেষ্টা করে যাব। এলাকায় আমার জনপ্রিয়তার কারণে জেলাসি থেকে কেউ কেউ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ও ষড়যন্ত্র করছে। আশা করি আমার নেত্রী সব খোঁজ নিয়ে সঠিক সিদ্ধান্তটাই নেবেন। এতটুকু বলতে পারি যে, আমি মনোনয়ন পেলে যত প্রতিদ্বন্দ্বিতাই হোক না কেন, জনগণ আমাকে বিজয়ী করবে।