Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রাজনীতি / তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

November 02, 2023 11:28:35 AM   ডেস্ক রিপোর্ট
তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণাসহ তিন দফা দাবিতে গণভবনের সামনে অবস্থান নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমদ (সোহেল তাজ)। দাবিগুলোর বিষয়ে সদুত্তর না পাওয়া পর্যন্ত তিনি অবস্থান করবেন বলেও জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে মানিক মিয়া এভিনিউ থেকে গণভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার জ্যেষ্ঠ বোন শারমিন আহমদ।

এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে সোহেল তাজ বলেন, তিন দফা দাবির সদুত্তর না পাওয়া পর্যন্ত গণভবনের সামনে অবস্থান করবো।

জানা গেছে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মুনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। এই কলঙ্কিত দিনকে রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবি আদায়ে এই স্মারকলিপি প্রদানের লক্ষ্য।

সোহেল তাজের দাবিগুলো হলো ১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হওয়ায় ওই দিনকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা; ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এবং জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সব বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম, অবদান ও জীবনীসহ মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সঙ্গে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

এর আগে ১০ এপ্রিলও পদযাত্রা করে একই দাবিতে গণভবনে গিয়ে তিনি স্মারকলিপি জমা দিয়েছিলেন।