Date: November 07, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংস

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংস

December 06, 2023 03:16:45 PM   আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কমান্ড সেন্টার ধ্বংস

ইসরায়েলি স্থল বাহিনীর গোলা ও মর্টার হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারসহ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

বুধবার সামাজিক যোগাযোমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিয়মিত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে পরিচালিত হচ্ছে এসব হামলা।
এক্সবার্তায় আইডিএফ বলেছে, বুধবার সকাল থেকে ইসরায়েল সীমান্ত থেকে মর্টার ও গোলা নিক্ষেপ শুরু করে ইসরায়েলি স্থল বাহিনী। দুপুরের আগেই লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার এবং তার সঙ্গে কয়েকটি স্থাপনা ধ্বংস হয়।

বুধবার সকালে যখন গোলা নিক্ষেপ শুরু করে স্থল বাহিনীর সেনারা, সেসময় পাল্টা জবাব হিসেবে সীমান্তের ওপার থেকে একের পর এক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহর যোদ্ধারা। তবে রকেট সুরক্ষা ব্যবস্থার সাহায্যে হিজবুল্লাহর ছোড়া রকেটগুলো আঘাত হানার আগেই ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা।

দু’পক্ষের সংঘাতে হতাহতের কোনো তথ্যে উল্লেখ করেনি আইডিএফ।