Date: November 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / আন্তর্জাতিক / দুর্ঘটনার নাটক করে ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল দম্পতি

দুর্ঘটনার নাটক করে ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল দম্পতি

July 23, 2023 11:32:49 AM   আন্তর্জাতিক ডেস্ক
দুর্ঘটনার নাটক করে ট্রাকভর্তি টমেটো ছিনতাই করল দম্পতি

বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে এ বছর ভারতে টমেটো উৎপাদন কম হয়েছে। আর এ কারণে দেশটিতে টমেটোর দাম অস্বাভাবিক রকম বেড়েছে। দাম বেড়ে যাওয়ার পর টমেটো নিয়ে ঘটেছে নানা কান্ড। এবার জানা গেল, এক ট্রাক টমেটো ছিনতাই করেছেন এক দম্পতি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৮ জুলাই এই টমেটো লুটের ঘটনা ঘটে। ওইদিন আড়াই টন টমেটো নিয়ে বেঙ্গালুরুর চিত্রদুর্গ জেলার চিক্কাজালা থেকে কোলার যাচ্ছিলেন ট্রাক চালক মাল্লেশ। তখন পথিমধ্যে গাড়ি দিয়ে তাকে থামান ওই দম্পতি। তারা অভিযোগ করেন মাল্লেশ তাদের গাড়িতে ধাক্কা দিয়েছেন। এ অভিযোগে তারা তার কাছে ক্ষতিপূরণও দাবি করেন। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানানোয় মাল্লেশকে মেরে ট্রাক নিয়ে চম্পট দেন তারা। ওই দম্পতি আসলে একটি ডাকাত চক্রের সদস্য ছিলেন।

টমেটোর ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত দম্পতির বাড়ি তামিল নাড়ুর ভেলোরে। তারা ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান চালক। এরপর শনিবার (২২ জুলাই) তথ্য প্রযুক্তিসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে তাদের আটক করা হয়।

এছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে আটকের চেষ্টা করছে পুলিশ।

এদিকে বর্তমানে ভারতে প্রতি কেজি টমেটো ১০০ রুপিতে বিক্রি হচ্ছে। সে হিসেবে ছিনতাইকৃত টমেটোর দাম ছিল আড়াই লাখ রুপি।