ধনীদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের সুবিধা দেশের দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। গত শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের মাঝে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি। ক্রিস্টালিনা বলেন, আমার হৃদয় পাকিস্তানের জনগণের জন্য সমবেদনায় ভর্তি। তারা বন্যায় বিধ্বস্ত হয়েছে যা দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যাকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা আশা করছি, পাকিস্তান তাদের অবস্থান শক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, আমি মোটা দাগে দুটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথমত, ট্যাক্স সংগ্রহের বিষয়। যারা আর্থিক দিক থেকে ভালো আয় করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে তাদের সুষ্ঠুভাবে নিজেদের কর প্রদান করতে হবে। এবং দ্বিতীয়ত, এই ট্যাক্সের সঠিক বণ্টন করতে হবে। দেশের যারা নিম্নবিত্ত শ্রেণি রয়েছে যাদের প্রয়োজন তাদের মাঝেও এই ট্যাক্সের অর্থ সুবিধা আকারে বণ্টন করা জরুরি। পাকিস্তানি দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই ট্যাক্স দিয়ে ধনী গোষ্ঠীকে সুবিধা প্রদান না করে, যারা দরিদ্র তারা যেন সুবিধা পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এর আগে আইএমএফ প্রধানের এক বিবৃতিটি জানা গেছে, চলতি মাসের শুরুতে আইএমএফ এর একটি পরিদর্শন তহবিল প্রতিনিধিদল ১০ দিনের সফরে পাকিস্তানে গিয়েছিল। কিন্তু দুই পক্ষ কোনো সমাধানে পৌঁছাতে না পারায় পরিদর্শন প্রতিনিধিদল ইসলামাবাদ ছাড়ে। তবে আলোচনা চলবে বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা মাত্র তিন সপ্তাহের আমদানির ব্যয়। আইএমএফ এর আগে এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছে এবং ইসলামাবাদে আলোচনা করা ট্যাক্স ব্যবস্থাসহ নীতিগুলির বাস্তবায়নের বিশদ চূড়ান্ত করার জন্য আগামী দিনগুলিতে ভার্চুয়াল আলোচনা অব্যাহত থাকবে। সরকার ট্যাক্স ব্যবস্থা বাস্তবায়ন এবং আইএমএফের সাথে একটি চুক্তি করার জন্য আলোচনা বহাল রেখেছে। বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সংসদের অর্থ বিল ২০২৩ উত্থাপন করেন। বিলে আইএমএফের সাথে চুক্তির পূর্ববর্তী পদক্ষেপগুলি পূরণ করতে আগামী সাড়ে চার মাসে অতিরিক্ত ১৭০বিলিয়ন টাকা সংগ্রহের জন্য ট্যাক্স ব্যবস্থার একটি রূপরেখা দেখান। চুক্তির সমস্ত ব্যবস্থা বাস্তবায়নের জন্য পাকিস্তানকে ১ মার্চে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইএমএফ। ইতিমধ্যেই গত ১৪ ফেব্রুয়ারি থেকে ১১৫ বিলিয়ন টাকার ট্যাক্স ব্যবস্থার সিংহভাগ সংবিধিবদ্ধ আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।