Date: December 22, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলসের আলোচনা সভা

ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলসের আলোচনা সভা

February 06, 2024 05:48:51 PM   উপজেলা প্রতিনিধি
ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলসের আলোচনা সভা

ঢাকার ধামরাইয়ে ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো  প্রোডাক্টস লিমিটেড এর সৌজন্যে ব্যবসায়িক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার  (৩ ফেব্রুয়ারি ) ধামরাই উপজেলার সূতিপাড়া  ইউনিয়নের  বাথুলী এলাকায় ওয়াহেদ  অটো ফ্লাওয়ার্স মিলস্ এন্ড এগ্রো প্রোডাক্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সুতিপাড়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন তারা যেন সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং পণ্য আমদানি থেকে শুরু করে ভোক্তার নিকট পর্যন্ত সুষ্ঠুভাবে ও ন্যায্য  মূল্যে পৌঁছে দিতে পারে।

এখনকার সময়ের পণ্যের ভেজাল দূর করনে তাদের মূল লক্ষ্য তারা যেন ভেজালমুক্ত পণ্য  আমদানি ও ভোক্তা পর্যন্ত পৌঁছে দিতে পারে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস্ এন্ড এগ্রো প্রডাক্ট লিমিটেডের  চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন ও সিইও মোহাম্মদ আরশাদ আলী (আসাদ)। আরও ছিলেন, ম্যানেজিং একাউন্ট মোহাম্মদ সাইদুর রহমান,  ম্যানেজিং অপারেশন মোহাম্মদ আমিনুল ইসলাম ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল ইসলাম সহ  অন্যান্য সদস্যবৃন্দ ও ব্যবসায়ীরা। এ সময় সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।