
মো. মোস্তফা, পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “ভূমি মেলা ২০২৫”। রবিবার (২৫ মে) সকাল ১০টায় পাটগ্রাম ভূমি অফিস হলরুমে এ মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোতাহারুল ইসলাম, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল, জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, উপজেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম রবি এবং পাটগ্রাম ভূমি অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা নুর আলম সরকারসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।