Date: January 22, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

November 18, 2022 04:40:18 PM   উপজেলা প্রতিনিধি
পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু

গাইবান্ধার তুলসিঘাট এলাকায় ভাপা পিঠা খেতে গিয়ে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ছোট বৌলেরপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৪৫) ও তার নাতনি টিয়া মনি (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবিনা স্থানীয় হোটেলে শ্রমিকের কাজ করতেন। সকালে নাতনিকে সঙ্গে নিয়ে তুলসিঘাটে আসেন তিনি।  এসময় ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তার ওপারে যাচ্ছিল টিয়া। এদিকে আল রিয়াদ পরিবহনের একটি বাস আসতে দেখে সাবিনা দৌড়ে টিয়াকে সরিয়ে নিতে যান। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি, নানি আর নাতনি দু’জনকেই চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে গাইবান্ধা সদর থানার উপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।