Date: January 04, 2025

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফুলছ‌ড়ি‌তে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

ফুলছ‌ড়ি‌তে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

August 08, 2023 02:43:19 PM   বজ্রশক্তি ডেস্ক
ফুলছ‌ড়ি‌তে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মেহেদী হাসান:
“মুজিববর্ষে একজন মানুষের গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসূচিকে বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন‌্যায় গাইবান্ধা জেলার ফুলছড়ির উপজেলায়-এ কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।

মঙ্গলবার  সকাল ১১ ঘটিকায় ফুলছড়ি উপজেলা সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রেস রিলিজ বিজ্ঞপ্তিটি পড়ে শোনান । এতে বলা হয় গৃহনির্মাণ উপযোগী খাস জমি চিহ্নিতকরণ অবৈধ দখলদারের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকার ভোগী নির্বাচন সঠিক মান ও ডিজাইন অনুসরণ-পূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণ সম্পন্ন করণ, দুই শতাংশ জমি বন্দোবস্ত কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমি পাকা গৃহ হস্তান্তর কার্যক্রম গ্রহণ করা হয় । এছাড়া যেখানে খাস জমি নেই সেখানে সরকারিভাবে জমি ক্রয় এবং বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে  ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহনির্মাণ করে দেয়া হয় ।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি এবং তৃতীয় পর্যায়ে ৩৩০টি ( ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহনীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে চতুর্থ পর্যায়ে ২৭৩ ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, আগামী ৯ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখে সারাদেশেরনেয (ক) শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ফুলছড়ি উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় পর্যায়ে ১৪৩ টি পরিবারকে গৃহ হস্তান্তর করবে এবং একই সাথে উপকার ভোগী পরিবার এর নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে ঐদিন স্থানীয়ভাবে ফুলছড়ি উপজেলায় সকাল ৮:৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে এবং সকাল ১০ ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী প‌রিবা‌রের মাঝে গৃহ হস্তান্তর করবেন ব‌লে সাংবাদিকদের কাছে অভিহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপ‌জেলার ভুমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহ‌িদুজ্জামান । উপজেলা প্রোকৌশলী  র‌ফিকুল ইসলাম । প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।