Date: September 21, 2024

দৈনিক বজ্রশক্তি

Header
collapse
...
Home / রকমারি / ব্যথা মেরুদন্ডে

ব্যথা মেরুদন্ডে

August 25, 2023 07:25:55 AM   স্বাস্থ্য ডেস্ক
ব্যথা মেরুদন্ডে

স্বাস্থ্য ডেস্ক:

যত কারণ প্রাথমিকভাবে মেরুদন্ডে হালকা ব্যথা অনুভব হলেও পরবর্তীকালে শরীরে অন্য কোনো অংশে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাই মেরুদন্ডে ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি।

ব্যথার উৎপত্তিস্থল ও লক্ষণ প্রকাশের স্থান আলাদা হওয়ায় প্রায়ই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যাহত হয়। মেরুদন্ড হাড়ের ক্ষয়কে চিকিৎসাশাস্ত্রে এ জটিলতা ডিস্ক প্রোল্যাপ্স, হার্নিয়েটেড ডিস্ক বা স্পাইনাল স্টেনোসিস বলা হয়।মেরুদন্ডে ব্যথার লক্ষণ : মেরুদন্ডের সমস্যায় ঘাড়ে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো দাঁড়ানো বা বসা অবস্থায় ঘাড়ে ব্যথা অনুভূত হওয়া, ঘাড় থেকে উৎপন্ন ব্যথা হাতে ছড়িয়ে পড়া, প্রাথমিক পর্যায়ে কাঁধ ও হাতে ব্যথা, হাতের বিভিন্ন অংশে ঝিনঝিন, শিনশিন করা, হাতের বোধশক্তি কমে আসা, পর্যায়ক্রমে হাতের অসাড়তা, ধীরে ধীরে হাত দুর্বল হয়ে হাতের কার্যক্ষমতা লোপ পাওয়া এবং চূড়ান্ত পর্যায়ে পঙ্গুত্ব বরণ করা।